ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘ঘ’ ইউনিট | ২০২১-২০২২ সালের প্রশ্ন থেকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিটের ২০২১-২০২২ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
02. কোনটি মিশ্র শব্দের দৃষ্টান্ত?
a. অংশীদার b. অংশুমালী
c. অংশুমান d. অংশভাগী
03. কোনটিকে ছেদচিহ্ন বলা যায় না?
a. কোলন-ড্যাশ b. বিস্ময়চিহ্ন c. হাইফেন d. উদ্ধৃতিচিহ্ন
04. মোপাসাঁ নামের কোন ইংরেজি বানানটি শুদ্ধ?
a. Mopassa b. Maupassant
c. Mapassant d. Mapassan.
05. 'দহ' শব্দের অর্থ কী?
a. জ্বালানো b. পোড়ানো
c. জলাধার d. জীবনভর
06. 'দুর্নীতি' শব্দটিতে 'ণ-ত্ব' বিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন?
a. সমাসবদ্ধ শব্দ বলে b. পূর্বে 'দ' ধ্বনি থাকায়
c. তদ্ভব শব্দ হওয়ায় d. পরে 'ন' ধ্বনি থাকায়
07. 'One swallow does not make a summer'-প্রবাদবাক্যটির যথার্থ বঙ্গানুবাদ হলো:
a. ওস্তাদের মার শেষ রাতে
b. কারো পৌষ মাস কারো সর্বনাশ
c. এক মাঘে শীত যায় না
08. 'তাজা মাছ' এখানে 'তাজা' কোন ধরনের বিশেষণ?
a. রূপবাচক b. গুণবাচক
c. অবস্থাবাচক d. নির্দিষ্টতাজ্ঞাপক
09. 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' কে এককথায় বলে-
a. প্রত্যুদ্গমন b. আবাহন c. সম্ভাষণ d. স্বাগতম
10. বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
a. প্রাতিপদিক b. প্রতিপাদিক c. প্রত্যয়ন d. প্রাতিস্বিক
11. 'যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- কোন রচনার উদ্ধৃতি?
a. আমার পথ b. বায়ান্নর দিনগুলো c. অপরিচিতা d. নেকলেস
12. 'সাতপাঁচ' ভেবে লাভ নেই' এখানে ব্যবহৃত-বাগ্ধারাটি কোন অর্থ প্রকাশ করছে?
a. অগ্র-পশ্চাৎ b. এলোমেলো c. সস্তা কথা d. নানা ও কার
13. 'কৃশ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
a. হালকা b. ভারি c. লম্বা d. স্থুল
14. 'মঞ্জরী' শব্দের অর্থ হলো-
a. ফুলের রেণু b. মুকুল c. বসন্ত d. অনুমোদন
15. 'রেইনকোট' গল্পের রেইনকোট কিসের প্রতীক?
a. সহিষ্ণুতা b. ধৈর্য ও ক্ষমা c. সাহস ও দেশপ্রেম d. মৃত্যু
Answer: 1.b 2.a 3.a 4.b 5.c 6.a 7.b 8.c 9.a 10.a 11.b 12.d 13.d 14.b 15.c
ইংরেজি
Read the following passage and answer the questions (1-5)
Forests are an important part of civilization. They not only 0 form a considerable portion of the national wealth of a country. but also play an important role in maintaining the environmental balance. Indiscriminate felling of trees to 0 enhance city areas is a threat to our civilization. We often forget that a peaceful and well-balanced co-existence of man- made civilization and nature is absolutely important for human existence on the earth. Indiscriminate felling of trees makes our planet less green and threatens the wildlife. Forests and trees have an enormous impact on the climate as they are instrumental in drawing rain to the earth. Deforestation has resulted in radical changes in our climate. The overall temperature of the planet is increasing at an alarming rate. The duration of seasons is fluctuating all over the world. The rate of rainfall is becoming erratic. The future of this planet is in trouble unless immediate attention is paid to this danger.
01. A suitable title of the passage is:
a. Temperature changes
b. Deforestation
c. Human existence on the earth
d. Melting of Polar ice-caps
02. According to the passage, Indiscriminate felling of trees results in-
a. An expansion of urban centres.
b. Radical changes in our climate
c. Environmental balance
d. An increase in rainfall
03. The word "instrumental" in the passage means:
a. Performed on instruments
b. Secondary
c. Using instruments to achieve results
d. Very important in causing something to happen
04. According to the passage, the temperature of the world is-
a. Increasing in a disturbing way
b. Increasing every year
c. Decreasing every year
d. Increasing only in the Polar Regions
05. The passage suggests that the future of this planet is in trouble, because -
a. Urbanization is likely to stop
b. Deforestation will bring disasters everywhere
c. Cities will be flooded as a result of the melting of ice-caps
d. The duration of seasons is becoming longer
Choose the correct option
06. That reminds me ---- my last visit to a for Mughal palace.
a. about b. of c. for d. to
07. I must acknowledge I have ---- notion of what it means to be pleasant to everyone.
a. much b. some c. little d. many
08. Did you say he teased you? He ---- be a good friend.
a. isn't b. shouldn't c. can't d. won't
09. ---- living in the water, whales breathe air.
a. Despite b. For c. Though d. Now
10. What is the antonym of the word 'adverse'?
a. Unseemly b. Misplaced c. Favorable d. Inapt
11. A word similar to 'dilemma' is-
a. Predicament b. Delay c. Difficulty d. Delayed message
12. The number of COVID-19 related deaths ----- the world.
a. have overwhelmed
b. has overwhelmed
c. are overwhelming
d. has been overwhelmed
13. He is fond of reading fictions, playing games and -.
a. listening music b. hearing music
c. listen to music d. listening to music
14. What is the meaning of the word 'chilling'?
a. cool b. frightening c. relaxing d. warming
15. What is the synonym of the word 'Hamlet'?
a. Space b. Asylum c. Prison d. Village
Answer: 1.b 2.b 3.d 4.a 5.b 6.b 7.c 8.c 9.a 10.c 11.a 12.b 13.d 14.b 15.d
সাধারণ জ্ঞান
01. ইউরোপের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া?
a. পোল্যান্ড b. ইংল্যান্ড c. ইতালি d. স্পেন
02. ইন্তিফাদা কী?
a. ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্থিনি গণজাগরণ
b. স্পেনীয় শাসনের বিরুদ্ধে বলিভিয়ার জাতীয়তাবাদী আন্দোলন
c. ফরাসি কৃষক বিদ্রোহ
d. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ
03. কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে?
a. মালদ্বীপ b. নেপাল c. ভুটান d. সুরিনাম
04. কোন দেশ রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে বক্তব্য দিয়েছে?
a. গাম্বিয়া b. মিশর c. মায়ানমার d. বাংলাদেশ
05. নিচের কোন উপন্যাসটির রচয়িতা আর্নেস্ট হেমিংওয়ে?
a. আ টেল অব টু সিটিজ
b. অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
c. দি ওন্ড ম্যান অ্যান্ড দ্য সি
d. মোবি ডিক
06. নিচের কোন চলচ্চিত্রটির নির্মাতা ঋত্বিক ঘটক?
a. জন অরণ্য b. পদাতিক c. সুবর্ণরেখা d. সীমানা পেরিয়ে
07. ভি ২০ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
a. কৃষি উন্নয়ন b. জলবায়ু পরিবর্তন
c. দারিদ্র্য বিমোচন d. অর্থনৈতিক বিনিয়োগ
08. কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে?
a. স্পেসএক্স b. নাসা c. রসকসমস d. ব্লু অরিজিন
09. কখন থেকে মার্কিন ডলার রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়?
a. ১৯৩০ b. ১৯৪৪ c. ১৯৪৫ d. ১৯৫২
10. 'আমার একটি স্বপ্ন আছে' এ বাক্যটি কোন ব্যক্তি তাঁর ভাষণে বলছিলেন?
a. জর্জ ওয়াশিংটন b. নেলসন ম্যান্ডেলা
c. মার্টিন লুথার কিং জুনিয়র d. জুনিয়র আব্রাহাম লিঙ্কন
11. টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি?
a. ১১ b. ১৭ c. ১৫ d. ১৯
12. নিচের কোনটি '৪র্থ শিল্প বিপ্লব'-এর সাথে সম্পর্কিত?
a. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স b. ইন্টারনেট অব থিংস
c. রোবটিক্স d. ওপরের সবগুলো
13. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' কে ইংরেজিতে অনুবাদ করেছেন?
a. আবদুল গাফ্ফার চৌধুরী b. ফকরুল আলম
c. শামসুজ্জামান খান d.বেবী মওদুদ
14. নিচে কোনটি ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের প্রথম সংবিধানের মূলনীতি নয়?
a. জাতীয়তাবাদ b. সাম্যবাদ c. গণতন্ত্র d. ধর্মনিরপেক্ষতা
15 . 'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল'- গানটির রচয়িতা কে?
a. আপেল মাহমুদ b. রথীন্দ্রনাথ রায়
c. গৌরীপ্রস্তা মজুমদার d. গোবিন্দ হালদার
16. কে রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ করেন?
a. রবীন্দ্রনাথ ঠাকুর b. ডব্লিউ বি ইয়েটস
c. চার্লস ডিকেন্স d. জন কিটস
17. বাংলাদেশের খুমি নৃগোষ্ঠীর নিবাস কোন জেলায়?
a. বান্দরবান b. খাগড়াছড়ি c. রাঙামাটি d. চট্টগ্রাম
18. বাংলাদেশি বিজ্ঞানীদের আবিষ্কৃত ডায়াবেটিসের নতুন নির্দেশকের নাম কী?
a. অ্যামাইনো এসিড-এর স্বল্পতা
b. ইন্টেস্টিনাল অ্যালকালাইন ফসফেটাস এনজাইম-এর স্বল্পতা
c. ভিটামিন ডি৩-এর স্বল্পতা
d. ভিটামিন কে১২-এর স্বল্পতা
19 . বাংলাদেশে প্রদত্ত বীরত্বের খেতাবসমূহের মাঝে মর্যাদার ক্রমানুসারে তৃতীয় খেতাব কোনটি?
a. বীর প্রতীক b. বীরশ্রেষ্ঠ c. বীর উত্তম d. বীর বিক্রম
২০. ১৯৭১ সালে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ'-এ রবিশঙ্কর ও অন্য ভারতীয় শিল্পীদের পরিবেশিত সংগীতের নাম কী ছিল?
a. বাংলাদেশ
b. সং অব বাংলাদেশ
c. বাংলা ধুন
d. মাই সুইট লর্ড
21. বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা ম্যারিস' কোন দেশে রপ্তানি হয়েছে?
a. ডেনমার্ক b. ফিনল্যান্ড c. সুইডেন d. নরওয়ে
22. স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকেটে কিসের ছবি ছিল?
a. কেন্দ্রীয় শহীদ মিনার
b. দোয়েল পাখি
c. শাপলা ফুল
d. ষাট গম্বুজ মসজিদ
23. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
A. জীবন তরী C. লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
B. এমিরেটস ফ্রেন্ডশিপ D. হাসপাতাল জীবন তরঙ্গ
24. কোনটি উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস?"
a. আগুনের পরশমণি b. প্রদোষে প্রাকৃতজন
c. পুষ্প, বৃক্ষ ও বিষঙ্গ পুরাণ d. চিলেকোঠার সেপাই
25. বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে?
a. ১ এপ্রিল ২০২১ b. ১০ এপ্রিল ২০২১ c. ২০ এপ্রিল ২০২১ d. ৩০ এপ্রিল ২০২১
26. একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে ৫/৩ এর পরিবর্তে ৩/৫ দিয়ে গুণ করল। সে গণনায় কত শতাংশ ভুল করল?
a. ৫৪ b. ৬৪ c. ৭৪ d. ৮৪
27. দুটি সংখ্যার অনুপাত ৪: ৫। সংখ্যা দুটি হতে ৪ করে কমালে তাদের অনুপায় হয় ৩: ৪। সংখ্যা দুটির সাথে ৪ যোগ করলে তাদের অনুপাত কত হবে?
a. ১:২ b. ২:৩ c. ৩:৪ d. ৫:৬
28 . প্রধানত কোন সফটওয়্যার-এর মাধ্যমে সার্চ ইঞ্জিনসমূহ তাদের কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে
a. ওয়েব ক্রোলার b. ইনডেক্স সফটওয়্যার c. কুয়েরি সফটওয়্যার d. ওপরের সবগুলো
29. VIRUS-এর পূর্ণ রূপ কী?
a. Vital Important Resources Under Seize
b. Very Important Resources Under Seize
c. Virtul Information Resources Under Seize
d. Vital Information Resources Under Seize
30. ই-মেইল আদান-প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কী?
a. Simple Message Transmission Protocol
b. Strategic Mail Transfer Protocol
c. Strategic Mail Transmission Protocol
d. Simple Mail Transfer Protocol
Answer: 1.a 2.a 3.c 4.a 5.c 6.b 7.b 8.a 9.b 10.b 11.b 12.d 13.c 14.b 15.d 16.a 17.a 18.b 19.d 20.c 21.b 22.a 23.a 24.d 25.a 26.b 27.d 28.d 29.d 30.d.